কাটোয়া স্টেশনে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার তিন

দুর্গাপুর দর্পণ, কাটোয়া, ৩০ মে ২০২৩: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে রাজ্য পুলিশের এসটিএফ বাহিনী কাটোয়া রেল স্টেশনে হানা দেয়। সেখানেই প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শ্রীলাল মন্ডল, কাউসার শেখ ও সুদীপ খান।
কাউজার ও সুদীপের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। শ্রীলালের বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। ধৃতদের কাছ থেকে তিনটি নাইন এমএম, ১৪ রাউন্ড গুলি ও ছয়টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এত অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের থেকে জেরা করে জানতে চাইছে পুলিশ। ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এসটিএফ। তার আগে কাটোয়া মহকুমা হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা করানো হয়।