স্নানযাত্রায় প্রভু জগন্নাথকে স্নান করানোর জন্য ইসকন মন্দিরে ভক্তদের বিশাল লাইন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার আয়োজন করা হয়। ভক্তরা মনের আনন্দে প্রভু জগন্নাথকে স্নান করিয়ে দেন। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের ইসকন মন্দিরে সকাল থেকে ভক্তরা লাইন দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করিয়ে দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রথা অনুযায়ী, সন্ধ্যায় তিন ভাইবোনকে বদ্ধ ঘরে রাখা হবে। বলা হয়ে থাকে, ভক্তদের ঢালা জলে জ্বর আসবে তিন ভাই বোনের। বদ্ধ ঘরে তাঁদের চিকিৎসা করবেন রাজবৈদ্য। ১৪ দিন পর সুস্থ হয়ে উঠলে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রাজবেশ ধারণ করে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আকবর রোড ময়দানে মাসির বাড়ি করা হয়েছে। রথযাত্রার দিন রথে চেপে তিন ভাইবোন নগর পরিক্রমা করে সেখানে যাবেন।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

