দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১২ আগস্ট ২০২৪: ভোরবেলায় রাস্তার উপরে পড়ল বিশাল গাছ। অবরুদ্ধ হয়ে গেল রাস্তা। বন্ধ হয়ে গেল যান চলাচল। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের উখরা-মাধাইগঞ্জ রোডের আনন্দ মোড়ে ঘটনাটি ঘটে। ভোরে না হয়ে দিনের বেলায় এই ঘটনা ঘটলে গাছ পড়ে বড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল বলে মনে করছেন স্থানীয়রা।
রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ একটি বিশাল তেঁতুল গাছ শিকড় সমেত উপড়ে পড়ে যায় রাস্তার উপর। যার ফলে ভোর রাত থেকে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায় চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় অন্ডাল থানার ট্রাফিক গার্ড ওসি প্রবীর কুমার পাল সহ ট্রাফিক কর্মীরা। গাছ কাটার লোক এনে শুরু হয় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরানোর কাজ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গুরুত্বপূর্ণ এই রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল বিপর্যস্ত হয়। এই রাস্তা দিয়ে শিবপুর-বর্ধমান রুটে তিনটি বড় বাস সহ কয়েকটি রুটের মিনিবাসও চলাচল করে। গাছ পড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাসগুলি এদিন গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফলে নিত্য যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।