দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১০ এপ্রিল ২০২৪: দিনের আলো নিভলেই কবরস্থান থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক মৃতদেহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে দেশের সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। এমন ভুতুড়ে কান্ড ঘটছে আফ্রিকার দেশ সিয়েরা লিয়নে (Sierra Leone)। সে দেশের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো জানিয়েছেন, দেশ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হয়েছে।
কেন এই পরিস্থিতি সে দেশে? এক ধরনের মাদক সেবন করলে অনেক সময়ই মানুষ হলিউড সিনেমার জম্বিদের মতো আচরণ করতে থাকে। এই মাদকের নাম জম্বি ড্রাগ (Zombie Drug)। সিয়েরা লিয়নে বহু মানুষ এই মাদকের কবলে চলে যাচ্ছে। জম্বি ড্রাগ তৈরি করতে যে সব উপাদান লাগে তার মধ্যে অন্যতম হল মানুষের হাড়। মাদকের চাহিদা পুরণে তাই মৃতদেহ চুরি করার হিড়িক পড়েছে সে দেশে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
বছর ছয়েক আগে এই মাদকের অস্তিত্ব ধরা পড়ে দেশে। এই মাদকের প্রভাবে মানুষ রাস্তাতেই দাঁড়িয়ে ঝিমোতে থাকে। মস্তিষ্কের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাদকাসক্তের শরীরে হঠাৎ করেই ক্ষতচিহ্ন তৈরি হয়। ধীরে ধীরে তা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। পরে তা শুকিয়ে কাঠের মত শক্ত হয়ে যায়। চলে যায় মৃত্যুর কবলে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)