
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২৯ মার্চ ২০২৪: সকালে মায়ের মোবাইলে ফোন করে উত্তর মেলেনি। বাড়ি গিয়ে ছেলে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ছেলে দেখল, বাবার দেহ ঝুলছে। মায়ের দেহ পড়ে বিছানায়। ঘরের দেওয়ালে লেখা ‘আমাদের একসঙ্গে জ্বালাবে’। স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার উখড়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নীলকন্ঠ বাউড়ি (৪২)। মৃত মহিলার নাম লিলি বাউড়ি (৩৫)। নীলকন্ঠবাবু পেশায় গাড়িচালক এবং লিলিদেবী পরিচারিকার কাজ করতেন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে ওই দম্পতি আত্মঘাতী হয়েছে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় বুধবার রাতে। এলাকাবাসীর অনুমান, এরপরেই দেওয়ালে ‘আমাদের একসঙ্গে জ্বালাবে’ লিখে গলায় দড়ি ও ওড়না দিয়ে আত্মঘাতী হন। তবে ওড়না আলগা হয়ে যাওয়ায় বিছানায় পড়ে যায় লিলিদেবীর দেহ। ছেলে রোহিত জানায়, পাশে মামার বাড়িতে রাতে ঘুমিয়ে ছিল। সকালে ঘুম থেকে উঠে মায়ের ফোনে ফোন করলেও উত্তর না পেয়ে বাড়ি গিয়ে দেখে দরজা বন্ধ। দরজা ভাঙতেই মা ও বাবার দেহ মেলে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#couplesuicide