মদ খাওয়ার প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীর ঠোঁট কামড়ে চম্পট দিল স্বামী!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৩: মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীর ঠোঁট কামড়ে চম্পট দিল স্বামী! ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তী থানার ঢুড়ি ৭ নম্বর এলাকায়। মদ খেয়ে বাড়িতে ঢুকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করেছিল রাকিব খান। প্রতিবাদ করায় স্ত্রীর ঠোঁটে কামড়ে রক্তারক্তি করে দেয় সে। এরপর পালিয়ে যায়। জখম স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।