You are currently viewing স্ত্রী-সন্তানের দায়িত্ব নিতে বাধ্য স্বামী: কর্নাটক হাই কোর্ট

স্ত্রী-সন্তানের দায়িত্ব নিতে বাধ্য স্বামী: কর্নাটক হাই কোর্ট

  • Post category:দেশ

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ অক্টোবর ২০২৩: যে কোনও পরিস্থিতিতে আইন মতে স্ত্রী-সন্তানের দায়িত্ব নিতে বাধ্য স্বামী। একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ কর্নাটক হাই কোর্টের। আদালতের নির্দেশ, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও স্ত্রী এবং সন্তানদের খোরপোশ দিতেই হবে স্বামীকে।

হাই কোর্টে মামলা দায়ের করে এক হিন্দু যুবক আর্জি জানান, প্রাক্তন স্ত্রীর খোরপোশ এবং দুই মেয়ের দেখভালের জন্য তাঁকে প্রতিমাসে যথাক্রমে মাসে তিন হাজার  টাকা করে এবং দুই মেয়েকে আড়াই হাজার টাকা করে দিতে হয়। মূল্যবৃদ্ধির বাজারে সেই পরিমাণ টাকা দিতে তিনি সমস্যায় পড়ছেন। তাই পরিমাণ কিছুটা কমানো হোক।

কর্নাটক হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত সেই আর্জি নাকচ করে দিয়েছেন। তিনি ওই মামলার শুনানিতে বলেন, দেশের আইনেই আছে স্ত্রী এবং সন্তানের দেখভাল করবেন স্বামী। মামলাকারী যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মও একই কথা বলে। দু’পক্ষের মতামত নিয়েই বিয়ে হয়েছে। দম্পতি নিজেরাই পরিকল্পনা করে সন্তান নিয়েছেন। তাই নিয়ম অনুযায়ী স্ত্রী-সন্তানের দায়িত্ব স্বামীকে নিতেই হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply