স্ত্রী, তিন সন্তানকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী

Police at work. Free public domain CC0 photo.
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ জুলাই ২০২৩: বুধবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুরের জয়রামপুর গ্রামে একই পরিবারের ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত নাগেশ বিশ্বকর্মা, তাঁর স্ত্রী রাধিকা, বড় মেয়ে নিকিতা, ছেলে আদর্শ ও ৩ বছরের ছোট মেয়ে আয়ুষীর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ১০ টা নাগাদ প্রতিবেশীরা লক্ষ্য করেন, নাগেশদের বাড়ির দরজা তখনও বন্ধ। তাঁরা ভিতরে ঢুকে দেখেন, একটি খাটে তিন সন্তানের দেহ, পাশে একটি খাটিয়ায় স্ত্রীর দেহ পড়ে রয়েছে। নাগেশের দেহ রয়েছে ঝুলন্ত অবস্থায়। পুলিশকে খবর দেন তাঁরা। কেন এই ঘটনা তা স্পষ্ট নয় পুলিশের কাছে।
তবে পারিপার্শ্বিক সব কিছু দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিল নাগেশ। স্ত্রীকে পিটিয়ে খুন করে, সন্তানদের শ্বাসরোধ করে খুন করে নিজে পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় নাগেশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আসল ঘটনা পরিস্কার হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।