নৃশংস ঘটনা, বাসে স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে দিল স্বামী

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১০ জুন ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে শনিবার বাসের মধ্যে স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে দিল স্বামী। স্বামীর সঙ্গে অশান্তির পরে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য বাসে ওঠেন স্ত্রী। পিছু পিছু স্বামীও যায়। বাসে উঠে স্ত্রীকে চেপে ধরে গলায় ব্লেড চালিয়ে দিয়ে উধাও হয়ে যায় সে। পুলিশ তার খোঁজ করছে।
জানা গিয়েছে, শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এরপর পানাগড় থেকে বাপের বাড়ি পুরশায় যাওয়ার জন্য জ্যোৎস্না বাসে চাপতেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। তাঁকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গলায় চারটি সেলাই দিতে হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।