দুর্গাপুর দর্পণ, ১০ জুন ২০২৪: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বর্ধমান শহরের ৫নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকায় শনিবার এক সাধিকাকে দেবতার নামে ভন্ডামির অভিযোগে ঘেরাও করেন ভক্তরা। অভিযোগ, এলাকারই এক মহিলা নিজেকে কৃষ্ণ কালীর সাধিকা হিসাবে পরিচয় দিয়ে ভক্তদের ঠকিয়ে টাকা উপার্জন করতেন। দূর দূরান্ত থেকে আসতেন ভক্তরা। তাঁর ইউটিউব চ্যানেলও রয়েছে।
অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোরা। উত্তেজিত জনতা মন্দিরের বিভিন্ন সামগ্রী ছুড়ে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। মঙ্গলাকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই ভন্ড সাধিকা একটি চিট ফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা তাকে তাড়িয়ে দিলে সে দেবতার নামে ভন্ডামি শুরু করেন। যদিও মঙ্গলা দাবি করেন, তিনি কাউকেও টাকা দিতে বলেন না। ফল পেয়ে খুশি হলে ভক্তরা কেউ কেউ টাকা দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।