কাঁকসা: কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনাড়া থেকে গোপালপুর গ্রাম যাওয়ার রাস্তার পাশে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা চত্বর থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল। দুদিন আগে অভিযান চালিয়ে কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা বাজেয়াপ্ত করেন মাটি কাটার মেশিন সহ তিনটি ট্রাক্টর। শুক্রবার পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক থেকে বাজেয়াপ্ত করা হয় একটি ওভারলোড বালি বোঝাই ডাম্পার। শনিবার সকালে ফের ওভারলোড মোড়াম বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রাজস্ব আধিকারিক মৃণাল কান্তি বাস্কে বলেন, “অবৈধ কারবার রুখতে কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে টানা অভিযান চলছে। গোপালপুর থেকে বাজেয়াপ্ত হয়েছে তিনটি ট্রাক্টর এবং মাটি কাটার মেশিন। রাজ্য সড়ক থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি অবৈধ বালি বোঝাই ডাম্পার ও অবৈধ মোরাম বোঝাই ডাম্পার। শনিবার বাজেয়াপ্ত হওয়া মোরাম বোঝাই ডাম্পারটি বীরভূমের দিক থেকে আসছিল। এই সব চক্রের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাগাতার অভিযান চলবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।