দুর্গাপুর দর্পণ, ৪ জুলাই ২০২৪: পূর্ত বিভাগের জমি দখল করে চলছে দেদার অবৈধ নির্মাণ। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার দার্জিলিং মোড় থেকে সামান্য দূরে। শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ঝান্ডা পুঁতে চলছে এই অবৈধ নির্মাণ। এমনই অভিযোগ স্থানীয়দের। পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের ধারে চলছে এই কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সরকারি জমি দখল করে বেআইনি কিছু করা যাবে না। জবরদখলকারীদের হঠাতে হবে। কড়া মনোভাব নিয়েছেন তিনি। কিন্তু তাঁর দলেরই শ্রমিক সংগঠনের একাংশ তাঁর নির্দেশ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছে জবর দখল!
বিয়ে শেষ হতে না হতেই বর-কনে নামল রাস্তায়, সবাই অবাক! দুর্গাপুরে হঠাৎ এ কী হল?
কাঁকসার পানাগড় এর দার্জিলিং মোড়ের কাছে এই অবৈধ নির্মাণ হচ্ছে কোন প্রভাবশালীদের মদতে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়। আইএনটিটিইউসির ঝান্ডা পুঁতে দিলেই কি যা ইচ্ছে তাই করা যায়, মুখ্যমন্ত্রীর নির্দেশও তাদের কাছে মূল্যহীন, এমন নানা প্রশ্নের উত্তর চাইছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। তবে এখনও গাজোয়ারি দেখানোর জন্য অবৈধ নির্মানের জন্য জড়ো করে রাখা ইট, বালির গাদায় পতপত করে উড়ছে আইএনটিটিইউসির ঝান্ডা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অত্যন্ত অন্যায় কাজ এটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চালেঞ্জ করার দুঃসাহস কে দেখাচ্ছে, দলীয় উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাচ্ছি। বলেন তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস। বিজেপি নেতৃত্বের বক্তব্য, সরকারি জমি দখল, অবৈধ নির্মাণ, কাটমানি, সিন্ডিকেট রাজ এসব বন্ধ হলে তৃণমূল দলটাই উঠে যাবে! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও যারা নির্বিকার, তাদের নিয়ে প্রশ্ন তো উঠবেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।