সাবধান! প্রাক্তন কাউন্সিলরের সই, প্যাড জাল করে জমির বেআইনি কারবার চলছে দুর্গাপুরে

সাবধান! প্রাক্তন কাউন্সিলরের সই, প্যাড জাল করে জমির বেআইনি কারবার চলছে দুর্গাপুরে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জীবিতকে মৃত বানিয়ে প্রাক্তন কাউন্সিলরের সই ও প্যাড জাল করে ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করে বেআইনি জমির কারবার চলছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। তাজ্জব সবাই। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায়ের প্যাড ও সই জাল করার অভিযোগ উঠেছে। প্রাক্তন কাউন্সিলর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিরোধীদের অভিযোগ, জমি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে দুর্গাপুরে।

দুর্গাপুরের দেশবন্ধু নগরের তপন ব্যানার্জী পারিবারিক সূত্রে নডিহা মৌজার মধ্যে থাকা প্রায় তিন কাঠা জমির মালিক হয়েছিলেন। তপনবাবু মারা যান ২০২২ সালে। অভিযোগ, ২০২১ সালেই তাঁকে মৃত দেখিয়ে জমির অবৈধ লেনদেন হয়ে যায়। ব্যবহার করা হয় দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলার ববিতা মুখোপাধ্যায়ের জাল প্যাড ও সই। যা নজরে আসার পর জমির আসল মালিকের পরিবারের তরফে বিষয়টি জানানো হয় ববিতা মুখোপাধ্যায়কে।
মৃত তপনবাবুর ছেলে সৌভিকের দাবি, জমি মাফিয়ারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে দুর্গাপুরে। তা না হলে এই কাজ হওয়া সম্ভব নয়। ববিতা মুখোপাধ্যায় জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ করেছেন পুলিশ কমিশনার ও জেলাশাসককে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এদিকে বিরোধীরা দুর্গাপুর নগর নিগমকে নিশানা করেছে। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “কাউন্সিলরহীন পুর নিগম চলছে আড়াই বছরেরও বেশি সময় ধরে। ফলে কেউ দেখার নেই। পুর নিগমের কর্মীদের একাংশ জড়িত। তা নাহলে এমন হতে পারে না।” সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন, “পুর নিগম দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে।” তবে প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, “এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এই ধরণের সার্টিফিকেট জালিয়াতির ঘটনা আমার সই জাল করেও করা হয়েছে। পুর নিগম সতর্ক আছে। নজরদারি আরও বাড়ানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
সাবধান! প্রাক্তন কাউন্সিলরের সই, প্যাড জাল করে জমির বেআইনি কারবার চলছে দুর্গাপুরে
News
সাবধান! প্রাক্তন কাউন্সিলরের সই, প্যাড জাল করে জমির বেআইনি কারবার চলছে দুর্গাপুরে
:
তাজ্জব সবাই। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায়ের প্যাড ও সই জাল করার অভিযোগ উঠেছে। প্রাক্তন কাউন্সিলর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!