কাঁকসার জঙ্গলমহলে পর পর ভাঙা হল অবৈধ মদের ভাটি

কাঁকসার জঙ্গলমহলে পর পর ভাঙা হল অবৈধ মদের ভাটি
WhatsApp Group Join Now

ধারাবাহিক অভিযান হবে বলে আশ্বাস দিয়েছে আবগারি দফতর

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা জঙ্গলমহলে অবৈধ মদের ভাটির রমরমা কারবার চলছিল। সকাল থেকেই পুরুষদের অনেকে মদ্যপান শুরু করে দিত। তারপর পারিবারিক অশান্তি, স্ত্রী-সন্তানকে মারধরের মতো ঘটনা লেগেই থাকত। কার্যত অবৈধ মদের ভাটির জেরে সব সময় আতঙ্কে থাকতেন এলাকার মহিলারা। প্রতিবাদ করতে গেলে জুটত মার বা হুমকি। অবশেষে পরিস্থিতি বদলে গেল সোমবার।

মহিলারা তাঁদের পরিস্থিতির কথা জানিয়েছিলেন প্রশাসনকে। সোমবার কাঁকসা আবগারি দফতর পুলিশের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সুন্দিয়ারা রাংরো আদিবাসী গ্রামে অভিযান চালায়। বহু অবৈধ  মদের ভাটি ভেঙে দেওয়া হয়। নষ্ট করা হয় প্রচুর পরিমাণে মদ। তবে অভিযানের খবর আগে থাকতেই পেয়ে যাওয়ায় অবৈধ মদ ব্যবসায়ীরা চম্পট দেয় এলাকা থেকে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

তবে প্রশাসনের এই তৎপরতায় জঙ্গলমহলের মহিলাদের মুখে হাসি ফুটেছে। ‌কারণ দীর্ঘদিন ধরে তাঁরা অত্যাচার সহ্য করে এসেছেন। এখন থেকে হয়তো তা বন্ধ হল। প্রশাসন ভরসা দিয়েছে, অবৈধ মদের বিরুদ্ধে অভিযান লাগাতার চলবে। আবগারি দফতরের আধিকারিক দেবমাল্য ভট্টাচার্য জানিয়েছেন, অবৈধ মদের কারবার কিছুতেই চলতে দেওয়া হবে না। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!