দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ অক্টোবর ২০২৩: অবৈধ বালি পাচারের রমরমা কারবার চলছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর- ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া থেকে বন ফুলঝোড় যাওয়ার রাস্তার ধারে। পাশের জঙ্গলে মজুদ করা হচ্ছে অবৈধ বালি। তারপর সেই বালি ওভারলোড করে ট্রাক্টরের মাধ্যমে দুর্গাপুর এবং নিউ টাউনশিপ থানার বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে।
কয়েকমাস আগে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সাফ জানিয়েছিলেন, অবৈধ বালির করবার বরদাস্ত করা হবে না। অবৈধ ভাবে কেউ বালি পাচার করলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, তখন কিছুদিন বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে অবৈধ বলির করবার।
জানা গিয়েছে, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে অজয় নদের বিভিন্ন ঘাট থেকে বালি তুলে কাঁটাবেড়িয়া থেকে বন ফুলঝোড় যাওয়ার রাস্তার পাশের জঙ্গলে মজুত করে রাখা হচ্ছে। রাতে তো বটেই, প্রকাশ্য দিবালোকেও সেই বালি পাচার হচ্ছে ওভারলোড ট্রাক্টরের মাধ্যমে। স্থানীয়দের অভিযোগ, কিছু বালিকারবারি দীর্ঘদিন ধরে অবৈধ বালির করবার চালাচ্ছে। তারপর চড়া দামে সেই বালি পাচার করা হচ্ছে দুর্গাপুর এবং পার্শ্ববর্তী জেলায়। স্থানীয় প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুইদাস জানান, নজরদারি চালানো হবে। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।