দুর্গাপুর দর্পণ, ২৩ জুন ২০২৪: সোনার গয়না পালিশ করার নামে হাত সাফাই। তবে শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের থানা রোডের ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের সনাক্ত করে পুলিশ। এরপরেই তাদের গ্রেফতার করতে সমর্থ্য হয় পুলিশ। তাদের জেরা করছে পুলিশ।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অন্ডাল থানা রোডের বৈশাখী ভট্টাচার্য নামে এক মহিলার সোনার আংটি পালিশ করে দেওয়ার নাম করে সেই আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিছুক্ষণ পরেই ওই দুষ্কৃতীরা গীতাঞ্জলি রোডের বৃদ্ধা মিন্দ কাউরের কানের দুল পালিশ করে দেওয়ার নাম করে তা নিয়ে পালায়। দুই মহিলা অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ। এরপর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করে পুলিশ ওই দুই দুষ্কৃতীকে সনাক্ত করে। এরপর তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করে পুলিশ। তাদের জেরা করে তাদের অপকর্ম এবং সঙ্গে আর কারা রয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা করবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।