দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সরকারি জমি পুনরুদ্ধারের জন্য পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। এবার ডিএসপি টাউনশিপেও দখল হয়ে যাওয়া জমি ফাঁকা করতে উদ্যোগী হল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ। শনিবার উচ্ছেদ অভিযান চলে টাউনশিপের এ-জোন এলাকায়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
টাউনশিপের বিভিন্ন প্রান্তে ডিএসপির জমিতে বহু অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছে। ডিএসপি কর্তৃপক্ষ একাধিকবার সরে যাওয়ার জন্য নোটিশ দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযানে নামলেন ডিএসপি কর্তৃপক্ষ। এদিন রানা প্রতাপ রোড থেকে আশীষ মার্কেট পর্যন্ত চলে এই অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণগুলি। অশান্তি এড়াতে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।