দুর্গাপুর: দুর্গাপুরে বিদ্রোহী কবির মুখ ঢেকেছে সিপিএম ও তৃণমূলের ঝান্ডায়! সিটি সেন্টারে পুলিশ ফাঁড়ির কাছাকাছি সৃজনী প্রেক্ষাগৃহের অদূরে রয়েছে কাজী নজরুলের আবক্ষ মূর্তি। সেই মূর্তি একটু দূর থেকে আর দেখা যাচ্ছে না। রেলিং জুড়ে পত পত করে উড়ছে সিপিএমের লাল পতাকা। রয়েছে দুই একটি তৃণমূলের পতাকাও। দুই দলকেই একযোগে বিঁধেছে বিজেপি।
জানা গিয়েছে, শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ১৯৯৯ সালে তৎকালীন বাম পুরবোর্ডের মেয়র রথীন রায় এই আবক্ষ মূর্তির উন্মোচন করেছিলেন। সেই মূর্তি আজ কার্যত ঢাকা পড়ে গিয়েছে তাঁর নিজের দল সিপিএমের লাল ঝান্ডায়। সিপিএম ও তৃণমূলের ঝান্ডায় এভাবে বিদ্রোহী কবির মূর্তি ঢাকা পড়ে যাওয়া দেখে সরব হয়েছে শহরের শিক্ষিত সমাজ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সিপিএম নেতা সিদ্ধার্থ বসু জানিয়েছেন, দলের এরিয়া সম্মেলন উপলক্ষে চারিদিক লাল পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। তিনি এর মধ্যে দোষের কিছু দেখছেন না। তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় সিপিএমের সমালোচনা করেছেন। কিন্তু তাঁদের নিজেদের দলের পতাকা কেন রয়েছে সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, তৃণমূল ও সিপিএম এখন একজোট হয়েছে। কারণ, সিপিএম ভোট কাটতে পাারলে তৃণমূলের লাভ। তাই একযোগে পতাকা লাগাচ্ছে। বিদ্রোহী কবিকে এমন অসম্মানের তীব্র নিন্দা করছি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।