
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ মার্চ ২০২৪: ভর দুপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে দশ, বিশ টাকার নোট ছড়িয়ে প্রায় দু’লক্ষ টাকা কেপমারির ঘটনা ঘটল দুর্গাপুরের বেনাচিতিতে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে দুর্গাপুর থানার পুলিশ।
শনিবার দুপুরে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের জ্যোতিষ দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১লক্ষ ৮০হাজার টাকা তোলেন। তারপর সেই টাকা কাপড়ের থলেতে ভরে ব্যাঙ্কের বাইরে যান। সেই টাকা ভর্তি থলে সাইকেলের হ্যান্ডেলে ঝোলান। তারপরেই ঘটে অভিনব কেপমারির ঘটনা।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিনি দাবি করেন, ব্যাঙ্ক থেকে বেরিয়ে সাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাগটি ঝোলান। তখনই রাস্তায় কিছু দশ, বিশ টাকার নোট পড়ে আছে বলে জানায় এক যুবক। সেই টাকা দেখতে যেতেই দেড় মিনিটের মধ্যে তার থলে ফাঁকা করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের ভিতরে দুজন এবং বাইরে দুজন ওই ব্যক্তিকে অনুসরণ করছিল। বাইরে বেরোতেই কিছু টাকা ছড়িয়ে এই ঘটনা ঘটায়। তারপরেই টোটোতে চেপে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানায় পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।