দুর্গাপুর দর্পণ, ১২ জুন ২০২৪: জামাইষষ্ঠীর বাজার। সকাল থেকে তুমুল ভিড় সব বাজারে। যদিও বাজারে কার্যত আগুন লেগেছে। জামাইদের পেট পুরে খাওয়াতে থলি হাতে ভিড় জমিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা।
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতি বাজারে গিয়েও দেখা গেল একই ছবি। সবজি, ফলের বাজরের পাশাপাশি ভিড় দেখা গেল মাছের বাজারেও। রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট, পাবদা সহ নানা রকমের মাছ কিনে থলিতে ভরছেন ক্রেতারা।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now