September 28, 2023

মঙ্গলকোটের মাজিগ্রামে এক রাতে চারটি মন্দিরে চুরি, অবশেষে ধরা পড়ল দুষ্কৃতী

দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট, ২৫ জুন ২০২৩: সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) মঙ্গলকোট থানা এলাকায় পর পর কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরির কিনারা করতে আইসি পিন্টু মুখার্জির নেতৃত্বে তদন্তে নামে মঙ্গলকোট থানার পুলিশ। সাব ইনস্পেকটর সামাউর রহমান সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য সোর্স ব্যবহার করে শেষ পর্যন্ত মূল পান্ডা নন্দন নাথকে আউশগ্রামের গুসকরা থেকে গ্রেফতার করতে সমর্থ্য হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কাটোয়ায় এসডিপিও কৌশিক বসাক এক সাংবাদিক সম্মেলনে জানান, গত সপ্তাহে মাজিগ্রামে পর পর চারটি মন্দিরে চুরি হয়। অন্যতম ছিল শাকম্বরী মাতা মন্দির। সেই মন্দিরের সেবাইত স্বপন কুমার বটব্যাল অভিযোগ দায়ের করেন থানায়। প্রাচীন মূর্তি, মুকুট ছাড়াও স্বর্ণালঙ্কার ও কাঁসা পিতলের বাসনপত্র চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত মঙ্গলকোট থানার অপরাধ দমন শাখা সাফল্য পায়। গ্রেফতার করা হয় চুরির পান্ডাকে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: