September 28, 2023

নন্দীগ্রামেও এক তৃতীয়াংশ আসনে বিজেপির প্রার্থী নেই!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ জুন ২০২৩: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা। সেই নন্দীগ্রামেও এক তৃতীয়াংশ আসনে বিজেপি (BJP) প্রার্থী দিতে পারল না। সূত্রের খবর, মনোনয়ন দাখিল করেছেন, বিজেপির এমন কেউ কেউ মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। সেক্ষেত্রে আরও কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা তৃণমূলের।

জানাগিয়েছে,নন্দীগ্রাম ১ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৮৫টি আসনের মধ্যে ৬৬টিতে প্রার্থী দিতে পারেনি বিজেপি। পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ৭টিতে বিজেপির প্রার্থী নেই। নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের একটিতেও মনোনয়ন দাখিল করেনি বিজেপি। যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঐক্যমত্যের ভিত্তিতে দাঁড়ানো বহু নির্দল প্রার্থীকে সমর্থন করছে বিজেপি। তাই সেই সব আসনে প্রার্থী নেই তাদের।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: