পানাগড়ে ঝড়ের তান্ডব, ভেঙে পড়ল পর পর গাছ

WhatsApp Group
Join Now
দুর্গাপুর দর্পণ, ৪ জুন ২০২৪: মঙ্গলবার বিকালে কয়েক মিনিটের ঝড়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পানাগড়ে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। পানাগড় বাজার স্টেশন রোডে একটি গাছ পড়ে পাঁচটি দোকানের ক্ষতি হয়। কোনও রকমে প্রাণে বেঁচে যান দোকানদাররা। অন্যদিকে, কাঁকসা ডাকবাংলায় দুর্গা মন্দিরে বহু প্রাচীন একটি অশ্বত্থ গাছ ভেঙে পড়ে প্রবল ঝড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে যায়। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।