
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জে রান্নার গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে ভস্মীভূত হয়ে গেল পুরো বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে রানিগঞ্জে ৯১ নম্বর ওয়ার্ডের গির্জা পাড়ার নেপালিধাওরা এলাকায়। দমকল আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির বাসিন্দা বিকাশ ঠাকুর জানান, রাতে তিনি কাজ থেকে বাড়ি ফেরার পরে তাঁর মা রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালাতে গেলে হঠাৎ গ্যাসের পাইপ লাইনে আগুন ধরে যায়। মা আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। এরপরেই বিকট শব্দ করে সিলিন্ডার ব্লাস্ট করে।
আগুন মুহুর্তে বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে। বাড়ির সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। মোটর বাইকও ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবারের সদস্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনে। কীভাবে ঘটনা ঘটল তা দমকল তদন্ত করে দেখছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।