দুর্গাপুর দর্পণ, ২৭ জুন ২০২৪: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে সরকারি জায়গা দখল করে চলছে গ্যাসের কারবার। সিটি সেন্টারের ডিসি সিনেমা হলের পাশে গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তার ধারে সরকারি জমির উপর দীর্ঘদিন ধরে বাণিজ্যিক থেকে ঘরোয়া জ্বালানি গ্যাসের সিলিন্ডারের কারবার চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই বড় ট্রাকে করে নামানো হয় সেই সিলিন্ডার গুলি। হঠাৎ বিস্ফোরণ ঘটলে দায় কে নেবে, সেই প্রশ্নের উত্তর নেই কারওর কাছে। ঠিক উল্টো দিকেই রয়েছে গ্যাস সংস্থার সরবরাহকারী অফিস। খোঁজ নিয়ে জানা গিয়েছে, তারাই এইভাবে রাখে সিলিন্ডারগুলি। বিপজ্জনক এই সিলিন্ডারের কারবার নিয়ে হুঁশ নেই পুরসভা, এডিডিএ বা পুলিশের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই অফিসের দায়িত্বে থাকা রাজকুমার সাউয়ের দাবি, “অগ্নি নির্বাপন যন্ত্র রাখা থাকে। কারওর কোনওদিন সমস্যা হয়নি। সেই জন্য আমরা রেখেছি। আমাদের বললে আমরা আমরা সরে যাব।” আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ইতিমধ্যেই কড়া ভাষায় ঘোষণা করেছেন, যারা সরকারি জমি দখল করে কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কবে শুরু হয় অভিযান, সেটাই এখন দেখার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।