মাঝ রাতে দাউ দাউ করে জ্বলে উঠল তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়ি

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১৯ জুলাই ২০২৩: তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়ি গভীর রাতে জ্বলে গেল দাউ দাউ করে। আসবাবপত্র, মোটরবাইক, সাইকেল, কিছুই রেহাই পায়নি। অভিযোগের তির, নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। নদিয়ার (Nadia) রানাঘাট ধানতলা থানার ২ নম্বর ব্লকের রঘুনাথপুর হিজুলি ১ নম্বর পঞ্চায়েতের নতুনগ্রামের ঘটনা।
তৃণমূলের জয়ী প্রার্থী মলয় দাসের অভিযোগ, গতকাল গভীর রাতে মোটর বাইকে করে হঠাৎ একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। এরপর পেট্রল ঢেলে মোটর বাইক এবং সাইকেলে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কে বাইরে বেরিয়ে আসতে পারেননি তিনি। খবর দেন থানায় ও দমকলে। দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় সব কিছু।
তাঁর আরও অভিযোগ, ওই পঞ্চায়েতের নির্দল প্রার্থী শ্যাম কর্মকার আগে তৃণমূলে ছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনে দল তাকে টিকিট দেয়নি। সে নির্দল হয়ে দাঁড়ায়। দল তাই তাকে বহিষ্কার করে। সেই আক্রোশে পরিকল্পিতভাবে দুষ্কৃতীদের দিয়ে এই হামলা সে চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে নির্দল প্রার্থী শ্যাম কর্মকার বলেন, ভোটে জেতার পর থেকে গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে মলয় দাস। তৃণমূলের অত্যাচারে আমরা বাড়িছাড়া। নিজেরা ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’’ ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।