মধ্যরাতে ভয়াবহ বোমা বিস্ফোরণ নদীয়ার চাপড়ায়

দুর্গাপুর দর্পণ, নদীয়া, ১ জুন ২০২৩: নদীয়ার (Nadia) চাপড়ায় মধ্যরাতে বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মহিষ নগর পূর্বপাড়ায় শইফুল শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির ছাদ। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে আসে চাপড়া থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারাও পরে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
আতঙ্কিত গোটা পাড়ার বাসিন্দারা। তাদের সন্দেহ, বিপুল পরিমান বোমা মজুত ছিল শইফুলের বাড়িতে। শইফুল তৃণমূল ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় শইফুল বাড়িতে ছিল না। হতাহতের কোনও খবর নেই। তদন্ত শুরু করেছে পুলিশ।