দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘ইমার্জেন্সি অবজারভেশন ইউনিটে’র উদ্বোধন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ আগস্ট ২০২৩: শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘ইমার্জেন্সি অবজারভেশন ইউনিটে’র উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগী কল্যাণ সমিতির দায়িত্বে আসার পর থেকে বিভিন্ন বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতায় হাসপাতালে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করে চলেছেন কবি দত্ত। সেভাবেই একটি বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতায় প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ইমার্জেন্সি অবজারভেশন ইউনিট। সেখানে ৫ টি বেড থাকছে।
কবি দত্ত বলেন, ‘‘বেসরকারি হাসপাতালেও এত বড় ইমার্জেন্সি বিভাগ দেখা যায় না। এবার মহিলা ওয়ার্ডের সম্প্রসারণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে।’’ দুর্গাপুজোর আগেই সে কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর ফলে মহিলা ওয়ার্ডে ৩০-৪০টি বেড সংখ্যা বাড়বে বলেও জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।