দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে দেশাত্মবোধক প্রদর্শনী। উদ্যোক্তা তথ্য সংস্কৃতি দফতর। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘কারার ঐ লৌহকপাট’। কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা সংগ্রামীদের নানান কাহিনী তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।
প্রদর্শনীর উদ্বোধন করেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ান্বিতা মাইতি সহ প্রশাসনের আধিকারিকরা। এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশাত্মবোধের বার্তা পৌঁছে দেওয়া যাবে বলে জানান প্রশাসনের আধিকারিকরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রদর্শনীতে ছবি ও লেখার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের নানা তথ্য তুলে ধরা হয়েছে। মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, “এই প্রদর্শনী নতুন প্রজন্মের কাছে দেশাত্মবোধের বার্তা জাগাবে। পাঁচ দিন ধরে চলবে এই প্রদর্শনী। পরবর্তীতে এই সমস্ত মহকুমাশাসকের দফতরে প্রদর্শনীতে থাকা সব কিছুই স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হবে।”
এর আগে এদিন ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মহকুমাশাসকের দফতরে। জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক। শহিদদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। এছাড়া অনুষ্ঠান দেখতে এসেছিলেন বহু সাধারণ মানুষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।