নতুন কংগ্রেস কার্য্যালয়ের উদ্বোধন দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে নতুন কংগ্রেস কার্য্যালয়ের উদ্বোধন হল রবিবার। দুর্গাপুরের পানাগড় বাজার পোস্ট অফিসের সামনে এদিন কাঁকসা ব্লক কংগ্রেস কার্য্যালয়ের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না, জেলা সম্পাদক দেবাশিস বিশ্বাস, ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, প্রবীণ কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা, মোজাম্মেল হক, যুব কংগ্রেসের রানা অধিকারী, শাহনওয়াজ আহমেদ, সুলতানা বিবি, জ্যোৎস্না বিবি প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।