শাসক দলের কেউ দাঁড়াতেই পারলেন না! এই গ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন নির্দল প্রার্থী

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ২১ জুন ২০২৩: একটি ভগ্নপ্রায় সেতু। সেই সেতুই বদলে দিল গ্রামের রাজনৈতিক চালচিত্র। বাঁকুড়ার (Bankura) ছাতনা ব্লকের জামথোল গ্রামের ঘটনা। বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। এবার পঞ্চায়েত নির্বাচনে সেতুর সংস্কার সহ গ্রামের উন্নয়নের জন্য বাসিন্দারা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন। শাসক বা অন্য কোনও রাজনৈতিক দলের কেউ দাঁড়াননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন নির্দল প্রার্থী গ্রামেরই শিক্ষক অভিজিৎ মুর্মু।
গ্রামে শতাধিক পরিবারের বসবাস। বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ডাংরা নদী। নদীর উপরে থাকা সেতু দীর্ঘদিন ধরে বেহাল। নানান ভোটে সেতু সংস্কারের আশ্বাস মিলেছে। কিন্তু কাজ কিছু হয়নি। বিধানসভা নির্বাচনের মতো ভোট বয়কট না করে এবার গ্রামের বাসিন্দারা শিক্ষক অভিজিৎ মুর্মুকে নির্দল প্রার্থী হিসাবে মনোনীত করেন। সিপিএমের দাবি, গ্রামবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে তাঁরা প্রার্থী দেননি সেখানে। অন্যদিকে তৃণমূল জানিয়েছে, গ্রামে প্রার্থী ছিলেন। কিন্তু প্রস্তাবক হিসাবে কাউকে পাওয়া যায়নি। তাই প্রার্থী দেওয়া যায়নি।