You are currently viewing সারা দেশে ১৪ জন টেলিভিশন সঞ্চালককে বয়কট করল INDIA জোট! কে কে তাঁরা?

সারা দেশে ১৪ জন টেলিভিশন সঞ্চালককে বয়কট করল INDIA জোট! কে কে তাঁরা?

  • Post category:দেশ

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ২০২৩: সারা দেশে ১৪ জন টেলিভিশন সঞ্চালককে বয়কট INDIA জোট জানেন, কে কে রয়েছেন সেই তালিকায়?অর্ণব গোস্বামী থেকে শুরু করে আমিশ দেবগন, সুধীর চৌধুরী, চিত্রা ত্রিপাঠী, নাবিকা কুমার, সুশান্ত সিনহা, রুবিকা লিয়াকত, গৌরব সাওয়ান্ত, প্রাচি পরাসর প্রমুখ। তাঁদের বিরুদ্ধে INDIA জোট এর অভিযোগ, একপেশে খবর পরিবেশন করেন তাঁরা। এছাড়া সাম্প্রদায়িক বিভাজনে উসকানি দেন।

INDIA জোটের প্রথম সমন্বয় বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল কিছু কিছু টেলিভিশন শো’র সঞ্চালকদের বয়কট করা হবে। সেই তালিকা এবার প্রকাশ্যে এল। ওই সঞ্চালকদের অনুষ্ঠানে কোনও প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply