পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলিতে ঝাঁঝরা করে দিল ভারতীয় সেনা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৩: সোমবার এক পাকিস্তানী অনুপ্রবেশকারীকে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের আরএস পুরার অর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ওই ব্যক্তি ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেনাবাহিনী তাকে প্রথমে সতর্ক করে। তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত গুলি চালায়। এই ঘটনা এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান।