You are currently viewing অধিকৃত কাশ্মীর এবার ছেড়ে দিক পাকিস্তান, রাষ্ট্রসংঘে জোরালো সওয়াল পেটাল গেহলটের

অধিকৃত কাশ্মীর এবার ছেড়ে দিক পাকিস্তান, রাষ্ট্রসংঘে জোরালো সওয়াল পেটাল গেহলটের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর ২০২৩: অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান। রাষ্ট্রসংঘে জোরালো সওয়াল রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলটের। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৮তম অধিবেশনে তিনি বলেন, “আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই যে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। অধিকৃত কাশ্মীর ছাড়ুক পাকিস্তান।’’

তিনি আরও বলেন, ‘‘সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন চলে সেখানে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় থাকা জঙ্গিদের চরণভূমি পাকিস্তান। মুম্বই হামলার শিকার ব্যক্তিরা এখনও ন্যায়বিচার পাননি। আমরা পাকিস্তানের কাছে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানাচ্ছি।”

আরও পড়ুন- এক ঘন্টার মধ্যে লোনের ৯৫ হাজার টাকা উধাও

প্রসঙ্গত শুক্রবার কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর বলেন, ‘‘কাশ্মীর সমস্যার সমাধান হলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফিরবে।’’ তার জবাবেই এমন হুঙ্কার পেটালের, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply