দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ মার্চ ২০২৪: রুশ সেনার হয়ে ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে (Russia-Ukraine War) মৃত ভারতীয় যুবক। অভিযোগ, জোর করে তাঁকে যুদ্ধে নামানো হয়েছিল। হায়দরাবাদে বাড়ি ৩০ বছর বয়সী ওই যুবকের। মৃত যুবকের নাম মহম্মদ আফসান। তাঁকে চাকরির টোপ দিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে যুদ্ধে নামানো হয়েছিল বলে অভিযোগ।
কাজের খোঁজে গিয়ে রাশিয়ায় আটকে রয়েছেন আরও অন্তত ২০ জন। সরকারিভাবে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। তেলেঙ্গানার সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি প্রথম অভিযোগ আনেন, তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে নির্মাণশ্রমিকের চাকরির ‘টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে যুবকদের।
রাশিয়ায় পৌঁছতেই সরাসরি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাঞ্জাবের হোশিয়ারপুরের একদল তরুণ পর্যটক অভিযোগ জানিয়েছেন, তাঁরা রাশিয়ায় বেড়াতে গিয়েছেন। তাঁদেরও যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। ভারত সরকার যেন তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।