September 28, 2023

নষ্ট হল বন্দে ভারতের গড়িমা, ক্ষোভে ফুঁসছে যাত্রীরা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জুন ২০২৩: বিকল হয়ে গেল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের এসি। শুক্রবার সকালে এই ঘটনায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। হাওড়া স্টেশন থেকে এসি বিকল থাকায় হাঁসফাঁস করতে থাকেন তারা।

জানা গিয়েছে, ট্রেন ছাড়ার আগে দেখা যায় পাঁচটি বগিতে এসি কাজ করছে না। এই পরিস্থিতিতে এসি ঠিক না করেই ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে দেওয়া হয় স্টেশন থেকে। ঘটনার পর যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। টুইট করেন অনেক যাত্রী।

পরে নিকটবর্তী কামারপুকুর স্টেশন ট্রেন থামিয়ে এসি সারানো হয়। এই ঘটনায় অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে।  তাঁদের বক্তব্য, এত টাকা দাম দিয়ে টিকিট কেটেছেন। অথচ পরিষেবা ভালো নয়। তবে জানা গিয়েছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ট্রেন চলার আধঘণ্টার মধ্যে এসি ঠিক হয়ে যায়।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: