দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত দু’দিন ধরে টানা অবিরাম বৃষ্টির ফলে জল জমেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পানাগড়ের বিভিন্ন জায়গায়। বিশ্বকর্মা পুজোর আগে এমন বৃষ্টির জেরে বিপাকে পড়েছেন সবজি চাষীরা। জমি চলে গিয়েছে জলের তলায়। মার খাচ্ছে ব্যবসা বাণিজ্য। বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ায় বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ায় ব্যহত বিদ্যুৎ পরিষেবা। দুর্গাপুর শহরেও গত রাত থেকে বহু জায়গায় গাছ ভেঙে বা উপড়ে পড়েছে। জল জমেছে নীচু জায়গাগুলিতে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight
News
শিল্পাঞ্চলের একটানা ঝোড়ো বৃষ্টিতে ভেঙেছে গাছ, জমেছে জল
:
গত দু'দিন ধরে টানা অবিরাম বৃষ্টির ফলে জল জমেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পানাগড়ের বিভিন্ন জায়গায়।
Published by
Arpita Majmumder
Publisher
Durgapur Darpan
WhatsApp Group
Join Now