দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জানুয়ারি ২০২৪: কানে হেডফোন। হেলমেট মাথায় নেই। লাগানো আছে লুকিং গ্লাসে। মদ্যপান করতে করতে বাইক চালাচ্ছে এক যুবক। সেই যুবককে নরকের টিকিট দিতে রাস্তার মোড়ে গদা উঁচিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং যমরাজ! ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গান্ধী মোড়ে ট্রাফিকের এমন নয়া স্ট্যাচু রেখেছে ট্রাফিক পুলিশ। সেই স্ট্যাচু দেখে সচেতন হচ্ছেন অনেকেই।
বেপরোয়া গতিতে শহরের রাজপথ থেকে অলিগলি বাইক চলছে। দুর্ঘটনায় প্রাণ যায় নিরীহ মানুষের। অনেক সময় বিপদ হয় বাইকচালকেরও। দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে নিয়মিত সচেতনতা কর্মসূচী নেওয়া হয়। দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ কাজ করে চলেছে।
দুর্গাপুরের গান্ধী মোড়ে জাতীয় সড়কের সার্ভিস রোডে, ‘গদা উঁচিয়ে মত্ত বাইক চালককে শিক্ষা দিচ্ছেন স্বয়ং যমরাজ’!এই স্ট্যাচুগুলির পাশে লেখা, বাইক চালানোর সময় মদ্যপান করবেন না। হেলমেট পড়ে বাইক চালান। ব্যবহার করবেন না হেডফোন। বৃহস্পতিবার স্ট্যাচুর উদ্বোধন করেন কমিশনারেটের ডি.সি ট্রাফিক ভি.জি সতীশ পশুমার্থি। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক (৩) তুহিন চৌধুরী, প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকরা।
স্ট্যাচু উদ্বোধনের পাশাপাশি বেসরকারি স্কুলের পড়ুয়াদের পদযাত্রার মাধ্যমে ট্রাফিক সচেতনতার বার্তা দেওয়া হয়। চালকদের মধ্যে সচেতনতা গড়তে গাড়িচালক, এলাকাবাসী ও ট্রাফিক পুলিশদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সঙ্গে যাওয়া হয় হেলমেটও। ডি.সি ট্রাফিক ভি.জি সতীশ পশুমার্থি বলেন, “জাতীয় সড়ক সুরক্ষা কর্মসূচি চলছে। সমস্ত চালকদের এবং সাধারণ মানুষদের ট্রাফিক সচেতনতা করা হচ্ছে। পড়ুয়াদের নিয়ে করা হচ্ছে পদযাত্রা। করা হচ্ছে পথনাটিকা। কোথাও কোথাও স্টাচুর মাধ্যমেও সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। আগের থেকে কমেছে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।