দুর্গাপুর দর্পণ, ২৪ জুন ২০২৪: স্কুলে গিয়ে বহু কিশোরীকে ঋতুকালীন সমস্যা নিয়ে ভোগান্তির মুখে পড়তে হয়। ‘মেনস্ট্রুয়াল হাইজিন’ বা ‘ঋতুকালীন অবস্থায় স্বাস্থ্যবিধি’ নিয়ে সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে। তবু এখনও তা যথেষ্ট নয় বলে নানা স্বাস্থ্য সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। আসলে সংকোচ ও লজ্জার কারণে বিষয়টি সামাজিক ট্যাবুতে পরিণত হয়েছে। উপযুক্ত স্বাস্থ্যবিধি না মানার কারণে নানা জটিল রোগে আক্রান্ত হন নারীরা।
নিয়ম অনুযায়ী ছয় ঘণ্টা পরপর ন্যাপকিন পরিবর্তন করতে হয়। কিন্তু অনেকেই নানা কারণে তা করতে পারেন না। তাছাড়া ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ডিসপোজ না করলে হেপাটাইটিস বি এবং সি এর মত সংক্রমণ ছড়াতে পারে, পোকামাকড় বা মাছি বসে জীবাণুর সংক্রমন ঘটাতে পারে। এই সব ক্ষেত্রে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড (Biodegradable Sanitary Napkin) খুব কার্যকরী।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে ধারাবাহিক ভাবে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের উখড়ার হিন্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিনব সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অফ উখড়া। পরিবেশবান্ধব স্যানিটারি প্যাডের প্যাকেট দিয়ে সাজানো হয় বিদ্যালয়ের মাঠ।
উদ্যোক্তাদের মতে, বাজারে কিনতে পাওয়া অনেক স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে তা নষ্ট হয় না বরং পরিবেশের ক্ষতি করে, রোগ সংক্রমণের সম্ভাবনা বাড়ায়। সেখানে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন মেয়েরা ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে মাটির সঙ্গে সহজেই মিশে যায়। সারা বিশ্ব জুড়েই তাই পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড নিয়ে সচেতনতা গড়ে তোলার প্রয়াস শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন স্কুলে স্কুলে পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড দেওয়া হচ্ছে।
এদিন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে চলে বিভিন্ন অনুষ্ঠান। রোটারি ক্লাব অফ উখড়ার তরফে কেয়া রায় বলেন, “আজ এই বিদ্যালয়ের মেয়েদের হাতে তুলে দেওয়া হবে পরিবেশ বান্ধব স্যানেটারি প্যাড। এই প্যাডের ব্যবহার নিয়ে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে। এই প্যাড স্বচ্ছ ভারত অভিযানেরও একটা অংশ। বিদ্যালয়ের মাঠ পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড দিয়ে সাজিয়ে, বিদ্যালয়েই শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং এলাকার বিশিষ্টজন ও রোটারি ক্লাবের সদস্যদের নিয়ে এই সচেতনতা কর্মসূচী নেওয়া হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।