দুর্গাপুর দর্পণ, ৬ জুন ২০২৪: প্রথাগত ভাবে বৃক্ষরোপণ কর্মসূচী তো ছিলই। তবে এবারের বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ ভাবে নজর কেড়েছে রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পরিবেশ সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধ ও বৃহস্পতিবার, দু’দিন ধরে এই কর্মসূচীর আয়োজন করা হয় কলেজে। প্রসঙ্গত, পরিবেশ রক্ষা ও পরিবেশ সচেতনতায় বরাবর অগ্রণী ভূমিকা নিয়ে থাকে এই কলেজ।কলেজ সূত্রে জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীরা পরিবেশ সচেতনতামূলক নাচ, গান পরিবেশন করেন। সঙ্গীতে অংশ নেন এই প্রতিষ্ঠানের শিক্ষিকা পল্লবী চট্টোপাধ্যায় এবং ছাত্রী দেবলীনা ও পিউ। এছাড়া নৃত্য পরিবেশনায় অংশ নেন দিয়া ,দেবলীনা, আনন্দ, শুভদীপ, ধর্মরাজ, উদিতা, ঋষিতা, পবিত্রা, বন্দনা, পিউ ও রীনা। এছাড়া পরিবেশ বিষয়ক একটি তাৎক্ষণিক বক্তৃতা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ছাত্র-ছাত্রীদের জন্য। এছাড়া উপহার হিসেবে গাছের চারা প্রদান করা হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
প্রতিবছর জুন মাসের ৫ তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭২ সালের ৫ জুন সুইডেনে পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য পরের বছর ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এবার ২০২৪ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম হল, ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা প্রতিরোধ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।