দুর্গাপুর: কিলবিল করছে পোকা! দুর্গাপুরে শপিংমলে খেজুর কিনে বিপাকে প্রাক্তন সেনা কর্মী। তার দাবি, অভিযোগ জানাতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন দোকানের কর্মীরা। তিনি ক্রেতা সুরক্ষা দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন। দূর্ব্যবহারের অভিযোগ মানতে চাননি দোকানের কর্মীরা।
দুর্গাপুরের করঙ্গপাড়ার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সুরজিৎ রায় বলেন, “সোমবার সন্ধ্যায় ওই শপিংমল থেকে আরবিয়ান খেজুর কিনি। বাড়ি ফিরে খেজুরের বাক্স খুলতেই দেখি কিলবিল করছে পোকা। মঙ্গলবার বিকেলে পোকা ভর্তি খেজুরের বাক্স নিয়ে শপিংমলে গেলে কর্মীরা খেজুরের বাক্স বদলে দিতে চায়। কিন্তু আমি সংস্থার সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে আমার সাথে দুর্ব্যবহার করেন কর্মীরা। তারপরেই আমি ক্রেতা সুরক্ষা দফতরে গিয়ে অভিযোগ জানাই।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এ বিষয়ে সংস্থার সেলস ম্যানেজার তনয় দাস বলেন, “উনি আমাদের কাছে এসেছিলেন। আমরা ওই খেজুরের বক্স পরিবর্তন করে দেওয়ার কথাও জানিয়েছিলাম। আমাদের কাজ জিনিসের মেয়াদ উত্তীর্ণ কী না তা দেখে জিনিস বিক্রি করা। ভেতরে খারাপ কিছু বেরোলে তার দায় আমাদের বা আমাদের সংস্থার নয়। দায় সম্পূর্ণ যে সংস্থার জিনিস, সেই সংস্থার।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।