কমলপুরের স্কুলে আয়োজিত হল সিবিএসই আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ জুলাই ২০২৪: শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চার জেলার সিবিএসই অনুমোদিত স্কুলগুলিকে নিয়ে অনুর্ধ ১৪ ও অনুর্ধ ১৯ বিভাগের প্রতিযোগিতা হয়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলার মোট ৩৪টি স্কুলের ১৩৪ জন পড়ুয়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
স্কুলের প্রিন্সিপ্যাল সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের সার্বিক বিকাশের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই ধরণের প্রতিযোগিতা পড়ুয়াদের প্রতিভা বিকাশের সহায়ক মঞ্চ হিসাবে কাজ করে থাকে।” প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, ডিএসপি কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রশাসক নিখিল নায়েক, সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক অসিত বরণ চৌধুরী প্রমুখ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।