
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ ফেব্রুয়ারি ২০২৪: বাংলা ভাষার প্রতি বাঙালিদের আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ১৯৫২ সালে এইদিনে বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর তৎকালীন পাকিস্তান পুলিশ বর্বরোচিত ভাবে গুলি চালায়। রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ বহু ছাত্র শহিদ হন।
২০০০ সাল থেকেই জাতিসঙ্ঘের বিভিন্ন সদস্য দেশ ২১ ফেব্রুয়ারি দিনটি পালন করতে শুরু করে। যদিও, এই সংক্রান্ত প্রস্তাব জাতিসঙ্ঘে পাশ হয় ২০১০ সালের ২১ অক্টোবর। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হল: বহুভাষিক শিক্ষা-শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ। থিমটি আন্তঃপ্রজন্মীয় শিক্ষার প্রচারে বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে, যা বিভিন্ন প্রজন্মের মধ্যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়াও। আন্তঃপ্রজন্মীয় শিক্ষার জন্য বহুভাষিক শিক্ষার সুবিধা বহুগুণ।
প্রতি বছরের মতো এবারও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্র অ্যাকাডেমি ফর টিচার্স এডুকেশনে যথাযোগ্য মর্যাদা সহকারে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সবাই মিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। শুরুতেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে গান পরিবেশন করেন কলেজের ছাত্রী ও শিক্ষিকারা। আবৃত্তি পরিবেশন করেন কলেজের ছাত্রী ঋশিতা, পৃথা ও শর্মিতা। দিনটির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডঃ মানস সামন্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অভিনব কুমার। তিনি উপস্থিত সবার সামনে নিজের মাতৃভাষায় এই দিনটির গুরুত্ব ব্যাখ্যা করেন।
এরপর প্রতিষ্ঠানের এমএড বিভাগের শিক্ষক ডঃ শুভদীপ ঘোষের পরিচালনায় চলে বাংলা ভাষা চর্চার একটি অভিনব উদ্যোগ। ছিল প্রশ্নোত্তর পর্ব। এই পর্বটির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে বাংলা ভাষার নতুন নতুন ক্ষেত্র তুলে ধরা হয়। ছিল শব্দছক, শব্দ নিয়ে অনেক রকম খেলা এবং বাংলা ভাষা নিয়ে নানা রকম তথ্য। এই পর্বটিতে অংশগ্রহণ করতে পেরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারাও ভীষণ আপ্লুত হন। সব শেষে ভাষা শহিদদের শ্রদ্ধা অর্পণ করে এবং তাঁদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।