ডিপিএলের জলাধারের ঘর দখল করে আইএনটিটিইউসির অফিস দুর্গাপুরে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (ডিপিএল) জলাধারের ঘর দখল করে আইএনটিটিইউসির অফিস! ডিপিএলের জল ট্যাঙ্কের নিচে আইএনটিটিইউসির অফিস চলছে। পাম্প কর্মীদের থাকার ঘরে এই পার্টি অফিস তৈরী করা হয়েছে। এমন অভিযোগ বিরোধীদের। দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনীর ঘটনা।
অভিযোগ, কয়েকবছর ধরেই বিদ্যুৎ পর্ষদের কর্মীরা এই অফিস চালাচ্ছেন। তাছাড়া ডিপিএল টাউনশিপে বেআইনিভাবে কোয়ার্টার দখল করে তা অর্থের বিনিময়ে বহিরাগতদের দেওয়ার অভিযোগও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি থেকে দখলদারদের হঠানোর কড়া বার্তা দিয়েছেন। তারপরেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
যদিও আইএনটিটিইউসির ৩ নম্বর ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওই পার্টি অফিস সম্পর্কে তাঁর কিছু জানা নেই। বেআইনি দখল হলে ডিপিএল কর্তৃপক্ষ ব্যবস্থা নিন বলে জানান তিনি। আইএনটিটিইউসির একটি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার আগে থেকেই ডিপিএল টাউনশিপে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা। কল্লোল বলেন, “ডিপিএল কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে পাশে থাকবে দল ও সংগঠন। বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না।” ডিপিএলের জনসংযোগ অধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন, “সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নির্দিষ্ট সময় দিয়ে আবাসন থেকে দখলদার সরানোর কাজ আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। ডিপিএলের জমি দখল করে কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না।”(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।