
দুর্গাপুর: আগামী ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় বসছে দুই দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যে শিল্পের বিনিয়োগকে ‘পাখির চোখ’ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অবশ্য পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা থানার বাঁশকোপার ইপিআইপি প্লটে বেসরকারি ইস্পাত কারখানার গেটে আইএনটিটিইউসির পতাকা নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ করতে দেখা গেল কয়েকজনকে। শ্রমিকদের কারখানার ভিতরে কাজে যেতে দেওয়া হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক নিয়োগ করছেন। অথচ স্থানীয়দের কাজে নেওয়া হচ্ছে না।কারখানা তৈরির সময় গ্রামের মানুষ জমি দিয়েছিলেন। এখন কারখানার দূষণ ভোগ করছেন তাঁরা। এমনকি কারখানা নির্মাণের সময় কাজ করেছেন স্থানীয়রাই। কিন্তু উৎপাদন শুরু হতেই ভিন রাজ্য থেকে লোক এনে কাজ করানো শুরু হয়েছে। কারখানা কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের কাজের দাবি জানিয়েও লাভ হয়নি।
আন্দোলনকারীদের দাবি, তাঁরা কারখানা বন্ধ করেননি। শ্রমিকরা কারখানায় ঢুকতে না পারলে উৎপাদন হবে কী করে? আন্দোলনকারীদের দাবি, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই বাধ্য হয়ে শ্রমিকদের আটকে দিয়েছেন তাঁরা। কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, তৃণমূলের ঝাণ্ডা লাগিয়ে কোনও বেকারের চাকরি হয়নি এ রাজ্যে। আর হবেও না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
