দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েলের (আইওসি) বটলিং প্ল্যান্টে চলছে আইএনটিটিইউসির বিক্ষোভ। কর্মীদের অভিযোগ, বিনা চুক্তিতেই তাঁদের দিয়ে কাজ করানো হচ্ছে। নতুন চুক্তির দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। আন্দোলনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বঞ্চিত হচ্ছেন কর্মীরা, এমন অভিযোগ তুলেছে বিজেপির। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্বের।
দুর্গাপুরের লেনিন সরণীর আইওসি বটলিং প্ল্যান্টে ৯৩ জন কর্মী রয়েছেন। ২০২০ সালে চুক্তি হয়। মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ১৫ আগস্ট। তারপর থেকে নতুন করে আর চুক্তি হয়নি। ফলে বেতন বাড়েনি। অন্যদিকে পুরনো হারেও বেতন সঠিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। একাধিকবার প্ল্যান্ট কর্তৃপক্ষ এবং আইএনটিটিইউসি নেতৃত্বকে জানিয়েও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের। আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা দেখা দিতে পারে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
বিক্ষোভকারী শ্রমিক বাবলু প্রামানিকের অভিযোগ, পুরনো চুক্তি শেষ হওয়ার পরে কারখানা কর্তৃপক্ষ নতুন করে চুক্তি করতে টালবাহানা করছেন। কয়েক মাস ধরে চুক্তি ছাড়াই কাজ করছেন তাঁরা। বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক। কয়েক মাস ধরে বেতন বকেয়া রয়েছে। সেই টাকা দেওয়ার ব্যাপারে কোনও হেলদোল নেই কর্তৃপক্ষের। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, তৃণমূলের শ্রমিক সংগঠন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে উপর তলায় পাঠাতেই ব্যস্ত শ্রমিক সংগঠন। তাই শ্রমিকদের কথা ভাবারও সময় নেই তাঁদের।” জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আশ্বাস দেন, আইএনটিটিইউস জেলা সভাপতি অভিজিৎ ঘটক কর্মী ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন। নতুন চুক্তি করার জন্য কারখানা কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)