দুর্গাপুর দর্পণ, ৫ জুলাই ২০২৪: দুর্গাপুরে এসবিএসটিসির (SBSTC) প্রধান কার্যালয়ের ভেতরে সভা করে চরম বিতর্কে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আইএনটিটিইউসি অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মসূচির আয়োজন করা হয় এসবিএসটিসির প্রধান কার্যালয়ের ভিতরে। সংগঠনের পতাকা ও ব্যানার দিয়ে মঞ্চ বেঁধে সভা করা হয়। তৃণমূলের ২১ জুলাইয়ে কর্মসূচীতে ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার দুপুরে সেই মঞ্চেই ভাষণ দেন ঋতব্রত বন্দোপাধ্যায়।
ঠিকা শ্রমিকদের সঠিক মজুরি, চিকিৎসা পরিষেবা, দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের সরাতে হবে, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে, অত্যাধুনিক বাস রাস্তায় নামাতে হবে, ন্যূনতম ২৬দিনের কাজ দিতে হবে, পে স্লিপ দিতে হবে, শ্রমিক সংগঠনের সাথে আলোচনা না করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। এছাড়াও একাধিক সুযোগ সুবিধার দাবি ছাড়াও ২১জুলাই ধর্মতলায় যাওয়ার ডাক দেওয়া হয়। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আইএনটিটিইউসি নেতা দীপঙ্কর লাহা, প্রভাত চ্যাটার্জী প্রমুখ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের এটাই সংস্কৃতি। সরকারি সংস্থার ভিতর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ডেপুটেশন কর্মসূচি করে সভা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতিই নিয়ম ভাঙছেন। ওঁরা আগে সরকারি জমি দখল করে রাজনীতি করতো। সেটা এখনও ভুলতে পারছে না। এই ভাবেই সরকারি জমির উপর, বিভিন্ন কারখানার উপর রাজনীতি করে শ্রমিকদের শোষণ করে চলেছে।” জবাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি শ্রমিক সংগঠনের কোনও গাইডলাইনই জানে না। ওরা শ্রমিকদের স্বার্থেও কোনো কাজ করে না। আমরা শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা করি শ্রমিকদের অধিকারের দাবি তুলে।” এসবিএসটিসির যেসব ঠিকাদার শ্রমিকদের পে স্লিপ দিচ্ছে না তাদের ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ঋতব্রত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।