পঞ্চায়েত ভোট নয়, এই কারণে সিটি সেন্টারে মৌন মিছিল করল আইএনটিইউসি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুলাই ২০২৩: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে মৌন মিছিল করে আইএনটিইউসি। সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহার নেতৃত্বে সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম থেকে গান্ধী মোড় পর্যন্ত মিছিল যায়। মিছিল শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে।
কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে এবং রাজ্য আইএনটিইউসি সভাপতি কামরুজ্জামান কামারের নির্দেশে এদিন সারা রাজ্য তথা দেশজুড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন উপস্থিত নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।