বুধবার ভবানী ভবনের তদন্তকারীরা বাপির বাড়ির আলমারি সহ বেশ কিছু জায়গা থেকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে যান।
——————————————-
দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর, ১৫ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের শিশুকন্যা খুনের ঘটনার তদন্তে এলেন ভবানী ভবনের আধিকারিকেরা। আঙ্গুলের ছাপ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করতে চাইছেন তদন্তকারীরা।
সোমবার রাতে পাণ্ডবেশ্বরের কেন্দার বাপি গোস্বামীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বাপি গোস্বামীর ৬ বছরের মেয়ে মিষ্টি গোস্বামীকে। পরে কুয়ো থেকে উদ্ধার হয় মিষ্টির দেহ। দমকলের সাহায্যে দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, চুরির পর দুষ্কৃতীরা তাদের মেয়েকে কুয়োয় ফেলে চম্পট দেয়। আলমারি থেকে বের করা হয় নগদ টাকা।
জানা গিয়েছে, ডাকঘরের এজেন্ট বাপি গিয়েছিলেন বালিজুড়িতে কালী প্রতিমার বিসর্জন দেখতে। বাড়িতে তাঁর মেয়ে মিষ্টিকে নিয়ে ছিলেন তাঁর স্ত্রী, বাবা ও মা। বিসর্জন দেখে ফেরার পথে বাপি জানতে পারেন, তাঁর বাড়িতে চুরি হয়েছে। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি ঢুকে দেখেন, ভিতরে সব কিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। আলমারিতে রাখা গ্রাহকদের পাশ বই, টাকা সব কিছু উধাও।
মঙ্গলবার পুলিশ কুকুর নিয়ে তদন্তে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। বুধবার ভবানী ভবনের তদন্তকারীরা বাপির বাড়ির আলমারি সহ বেশ কিছু জায়গা থেকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে যান। সেই আঙ্গুলের ছাপ পরীক্ষা করে দুষ্কৃতীদের চিহ্নিত করতে চাইছেন তদন্তকারীরা। চুরির পরেই শিশুটিকে নির্মমভাবে কুয়োয় ফেলে দেওয়া হয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও যোগ, খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।