দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ এপ্রিল ২০২৪: ইরান-ইজয়ায়েল যুদ্ধ শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। ইজরায়েলের (Israel) মাটিতে ক্ষেপনাস্ত্র হানা চালাতে পারে ইরানের সেনাবাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালে এমন সম্ভবনার কথা বলা হয়েছে। গত ১ এপ্রিল সিরিয়ায় (Syria) ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়। এই হামলার পিছনে ইজরায়েল রয়েছে বলে ইরানের অভিযোগ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রমজান মাস পেরিয়ে যাওয়ার পরে এবার এর বদলা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। গাজায় ইজরায়েলের হামলা জারি রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে ইরান-ইজরায়েল যুদ্ধ শুরুর আশঙ্কায় কার্যত প্রমাদ গুনতে শুরু করেছেন বিশ্ববাসী।
ইতিমধ্যেই ইরানকে সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। ইজরায়েলে কোনওরকম হামলা চালালে তার ফল ভালো হবে না। এমন ভাষাতেই ইরানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।